প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ উৎসবের (Festival) সকালে মুম্বইয়ে (Mumbai) বড়সড় দুর্ঘটনা কুফে প্যারেড চউল থানা এলাকায় ভয়বাহ অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নাবালকের গুরুতর আহত জনসোমবার, ভোর সোয়া চার্টে নাগাদ একটি বাড়ির একতলায় আগুন লাগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১৫ বছরের নাবালকের গুরুতর আহত হন সংগ্রাম কুরনে, বিরাজ খোট এবং দেবেন্দ্র চৌধুরি নামে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা আগুনে পুড়ে ছাই ইলেক্ট্রিকের লাইন, আসবাবপত্র বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি শর্ট সার্কিটের জেরে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার আধ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী দমকলের আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে

উৎসবের মাঝে বস্তিতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু