নয়াদিল্লিঃ জমি (Land) সংক্রান্ত বিবাদের জের। অশান্তির জেরে চরম পদক্ষেপ। সরকারি অফিসের (Govt Office) বাইরেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী (Suicide) যুবক। বুধবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka)মান্ড্যা জেলায়। মৃত কৃষকের নাম মনজেগৌড়া।
জমি নিয়ে বিবাদের জেরে আত্মঘাতী কৃষক
অভিযোগ, বনাঞ্চলের পাশে তাঁর একটি জমি ছিল। যেটিকে নিজেদের জমি বলে দাবি করে স্থানীয় বন দফতর। এই নিয়ে এলাকার দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সম্প্রতি কিছু স্থানীয়দের হাতে হেনস্থার শিকারও হতে হয়েছিল তাঁকে। এই বিষয়ে তহসিলদারের কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও সরকারের তরফে কোনও সদুত্তর না পাওয়ায় চরম পদক্ষেপ করেন ওই কৃষক। জেলা প্রশাসন অফিসের সামনে গায়ে পেট্রোল ঢেলে নিজেকে শেষ করে দেন। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার হাসপাতালেই মৃত্যু হয় মনজেগৌড়া নামে ওই কৃষকের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন কর্নাটকের বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে।
জমি ছিনিয়ে নিচ্ছে বন দফতর, দুঃখে সরকারি অফিসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী কৃষক
Backstabbing farmers- Congress way
In Karnataka, farmer Manjegowda set himself on fire- not out of despair, but out of betrayal.
For years he pleaded for compensation in a land acquisition case but his cries met only with Congress’ silence.
Now, as farmers across the state…
— Ankur Singh (@iAnkurSingh) November 6, 2025