ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ ভাইরাল (Viral Video) ভিডিয়োতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের (Train) কামরায় একে অপরকে জড়িয়ে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন এক যুগল জনসমক্ষেই একে অপরকে নাগাড়ে চুম্বন (Kiss) করছেন তাঁরা নিজেদের আড়াল করতে মুখে হাত চাপা দিয়ে ঠোঁটে ঠোঁট মিশছে মাঝেমধ্যে আবার হাত সরিয়ে চারপাশে আড়চোখে দেখেও নিচ্ছেন তরুণী ট্রেনের মধ্যে তাঁদের কীর্তি ক্যামেরাবন্দি করেন কোনও এক সহযাত্রী এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই মুহূর্তের ভিডিয়ো এই ভিডিয়ো ভাইরাল হতেই উত্তাল সোশ্যাল মিডিয়া এই যুগলকে এল হাত নিচ্ছেন নেটিজেনদের একাংশ এভাবে প্রকাশ্যে কেন এই ধরনের আচরণ? এই নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ আবার কেউ এই যুগলকে 'অসভ্য' তকমাও দিয়েছেন আবার জুটছে 'নির্লজ্জ' তকমাও উল্লেখ্য, ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে মনোজ শর্মা নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে

চলন্ত ট্রেনের কামরায় চুম্বনে মত্ত যুগল, ভিডিয়ো ভাইরাল হতেই ঢি ঢি পড়ল নেটপাড়ায়