কলকাতাঃ কসবা গণধর্ষণ (Kasba Gang Rape Case)কাণ্ডে নয়া মোড়। শনিবার সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। দু'ঘণ্টার বেশি সময় ধরে চলে পুনর্নির্মাণ পক্রিয়া। এরপর রবিবার উদ্ধার কলেজের সিসিটিভি ফুটেজ। এই ফুটেজে অভিযুক্তদের বিরুদ্ধে জোড়াল প্রমাণ মিলেছে। সূত্রের খবর, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার ছবি। গেটের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে খবর।
কসবা গণধর্ষণকাণ্ডের তদন্তে নতুন মোড়, উদ্ধার করা হল কলেজের সিসিটিভি ফুটেজ
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যাগ নিয়ে বেশ দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন নির্যাতিতা। তাঁর পিছন পিছন আসছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর দুই শাগরেদ জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। তারাই ওই পড়ুয়াকে টেনে কলেজের ভিতর নিয়ে যায়। মোট সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। যা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।উল্লেখ্য, সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তিন এক নিরাপত্তারক্ষী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার সকালে শনিবার সকালে অভিযোগকারিণীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। সিট গঠন করে চলছে তদন্তের কাজ। গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
কসবা গণধর্ষণকাণ্ডে নয়া মোড়, উদ্ধার 'অভিশপ্ত' রাতের সিসিটিভি ফুটেজ
"CCTV Confirms Girl's Allegations": Kolkata Cop On Law College Rape Case https://t.co/Jt9BSW4M4G pic.twitter.com/Lumq4t95TK
— NDTV (@ndtv) June 29, 2025