আত্মহত্যার আগের মুহূর্তে লোনি (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রাক্তন প্রেমিকার প্রেমিকের (Boyfriend) থেকে লাগাতার হুমকি। আতঙ্কে শেষমেশ নিজেকে শেষ করে দিলেন২৪ বছরের যুবক। আত্মঘাতী তরুণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)গাজিয়াবাদে। মৃত যুবকের নাম লোনি। গাজিয়াবাদের বাসিন্দা। বয়স ২৪। কিছু বছর আগে নাংলোইয়ের এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে সে সম্পর্ক টেকেনি। রাস্তা আলাদা হয় দু'জনের। বিচ্ছেদের পর অন্য সম্পর্কে জড়ান প্রেমিকা। আর সেখান থেকেই আসল ঘটনার সূত্রপাত।

প্রেমিকার সঙ্গীর হুমকির জেরে আত্মঘাতী যুবক

অভিযোগ, লোনিকে নানাভাবে হুমই দিতে শুরু করে প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিক। ওই যুবকের নাম সরফরাজ। ফোন করে মিথ্যা দায়ে লোনিকে ফাঁসানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। লাগাতার হুমকি ফোনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন লোনি। শেষমেশ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আত্মঘাতী হওয়ার আগে একটি ভিডিয়োর মাধ্যমে সমস্তটা জানান তিনি। ভিডিয়োটি রেকর্ড করে খুড়তুতো ভাইবোনদের তা পাঠিয়ে আত্মহত্যা করেন লোনি নামে ওই যুবক। ইতিমধ্যেই সরফরাজ এবং প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.

প্রাক্তন প্রেমিকার সঙ্গীর থেকে লাগাতার হুমকি, আত্মঘাতী 'অসহায়' যুবক