জলমগ্ন কাঠুয়া (ছবিঃX)

নয়াদিল্লিঃ এবার মেঘভাঙা বৃষ্টির (Jammu and Kashmir Cloudburst)কবলে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া জেলা (Kathura District) শনিবার রাতে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে এই বিপর্যয়ের জেরে অন্তত জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন জন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার মধ্যরাতে কাঠুয়া জেলার রাজবাঁধ এলাকার জরঘাঁটি গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নামে এই ঘটনায় লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমির জল ঢুকে গিয়েছে কাঠুয়া থানায়

মেঘ ভাঙা বৃষ্টির কবলে জম্মু কাশ্মীর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী পুলিশ ইতিমধ্যেই জরঘাঁটি গ্রাম থেকে উদ্ধার হয় চারজনের দেহ আহত হয়েছেন বহু পরিস্থিতির উপর নজর রেখেছে স্থানীয় প্রশাসন বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীউল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার এলাকায় মেঘাভাঙা বৃষ্টির ফলে বিপর্যয়ের সৃষ্টি হয় সেবার এই ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে ১০০ জনের বেশি এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার কাঠুয়ায় বিপর্যয় নেমে আসে

ফের মেঘ ভাঙা বৃষ্টি, জম্মু কাশ্মীরের নেমে এল বিপর্যয়, মৃত ৪, আহত ৬