নয়াদিল্লিঃ বন্ধ গাড়ি (Car) থেকে উদ্ধার একই পরিবারের (Family) সাত জনের মৃতদেহ। গাড়ি থেকে উদ্ধার সুইসাইড নোট (Suicide Note)। ঋণের বোঝা থেকে মুক্তি পেতেই আত্মঘাতী ওই পরিবারের সাতজন, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেও মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পাঁচকুলা এলাকায়। জানা গিয়েছে, ওই পরিবারের সদস্যরা দেরাদুনের বাসিন্দা। সোমবার গাড়িতেই বিষ খেয়ে আত্মঘাতী হয় ওই পরিবারের সদস্যরা। গাড়ি থেকেই মেলে সুইসাইড নোট। এই নোটে উল্লেখ করা রয়েছে, ঋণের বোঝা থেকে মুক্তি পেতেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ঋণের বোঝা থেকে মুক্তি পেতে আত্মঘাতী গোটা পরিবার
পুলিশ সূত্রে খবর, পাঁচকুলার সেক্টর ১৭ এলাকার একটি বাড়ির সামনে একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির ভিতর থেকে দরজা লাগানো ছিল। দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে ছিল গাড়িটি। যা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে ওই গাড়ি থেকে সাতজনের দেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে রয়েছেন প্রবীণ মিত্তাল নামে ৪২ বছরের এক বৃদ্ধ। তাঁর বাবা-মা, স্ত্রী ও তিন সন্তানের দেহ। দেরাদুন থেকে পাঁচকুলার বাগেশ্বর ধামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার নামে গিয়েছিলেন তাঁরা। পথে আত্মঘাতী হন তাঁরা। পুলিশি তদন্তে জানা গিয়েছে, এই পরিবারের মাথায় বড় অঙ্কের ঋণের বোঝা ছিল। সেই ঋণ পরিশোধ করতে না পেরেই সবাই মিলে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
মাথার ঋণের বোঝা, গাড়ির মধ্যে আত্মঘাতী গোটা পরিবার, উদ্ধার ৭ জনের মৃতদেহ
In a distressing incident, a family of seven from #Dehradun was found dead in a car in #Panchkula, suspected to be a suicide pact.
Preliminary investigations suggest heavy debt drove the man, his parents, wife, and three children, to take this extreme step.
Details 🔗… pic.twitter.com/unvBuOXzCF
— The Times Of India (@timesofindia) May 27, 2025