নয়াদিল্লিঃ মদ্যপ (Drunk)অবস্থায় গাড়ি (Car) নিয়ে সোজা প্ল্যাটফর্মে(Platform) ঢুকে পড়লেন চালক। আতঙ্কে এদিকওদিক ছোটাছুটি শুরু করলেন প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মেরট ক্যানটনমেন্ট স্টেশনে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই মুহূর্তের ভিডিয়ো।
যোগীরাজ্যে ভাইরাল মদ্যপ যুবকের কাণ্ড
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি চারচাকা গাড়ি। পাশ দিয়েই ছুটে যাচ্ছে ট্রেন। গাড়ি চালককে কিছু একটা বলছেন এক ব্যক্তি। তাঁর কথা শুনে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যাচ্ছেন চালক। প্ল্যাটফর্মের ধার ঘেঁষে ছোটাচ্ছেন গাড়ি। পরে জানা গিয়েছে, চালকের নাম সন্দীপ। সেনাবাহিনীতে কর্মরত বলে দাবি তাঁর। বাগপতের বাসিন্দা। ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি গাড়ি নিয়ে এই কাণ্ড ঘটান তিনি। ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি এমনটাই জানিয়েছে জিআরপি। ইতিমধ্যেই তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন মেনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে আরপিএফের বিরুদ্ধে।
মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে সোজা গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে, ভিডিয়ো ভাইরাল হতেই আটক চালক
In UP's Meerut, aan drove his car inside the railway station into the platform - very close to a departing train. pic.twitter.com/XPmVXn3e7x
— Piyush Rai (@Benarasiyaa) August 2, 2025