Congress Candidate List: কমলনাথের গড় ছিন্দেওয়াড়ায় ছেলে নকুলনাথকেই প্রার্থী করছে কংগ্রেস
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। এবার কংগ্রেসের নজরে মধ্যপ্রদেশ। যে মধ্যপ্রদেশে ক মাস আগে ভরাডুবি হয়েছিল হাত শিবিরের।
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। এবার কংগ্রেসের নজরে মধ্যপ্রদেশ। যে মধ্যপ্রদেশে ক মাস আগে ভরাডুবি হয়েছিল হাত শিবিরের। ভোটে ভরাডুবির পর যে কমল নাথ-কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়েছিল কংগ্রেসে, তিনিই বিজেপির দিকে এক পা বাড়িয়ে দিয়েছিলেন। কমল নাথ যে কোনও সময় বিজেপি-তে যোগদান করতে পারেন এমন জল্পনাটা ক্রমশ সত্য়ি হতে চেয়েছিল।
শেষ অবধি অবশ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কমল নাথের বিজেপিতে যাওয়া কোনও রকমে ঠেকান। কিন্তু তারপরেও জল্পনা ছিল কমলনাথ থেকে গেলেও তাঁর ছেলে তথা রাজ্যে কংগ্রেসের একমাত্র সাংসদ নকুল নাথ গেরুয়া শিবিরে নাম লেখাবেন। কিন্তু শেষ অবদি সেটাও হয়নি। ভোটের আগে সেটার ঝুঁকি নেয়নি কেউ।
দেখুন খবরটি
এবার খবর মধ্যপ্রদেশের ১২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। চূড়ান্ত হওয়া আসনগুলির মধ্যে আছে কমল নাথের গড় হিসেবে পরিচিত ছিন্দেওয়াড়া। একমাত্র যে আসনটি জিতেছিল গত লোকসভায় হাত চিহ্নের প্রার্থী। কোনও ঝুঁকি না নিয়ে কমলনাথের গড় ছিন্দেওয়াড়া-য় নকুল নাথকেই প্রার্থী করছে কংগ্রেস। হাত শিবিরের অঙ্ক পরিষ্কার, ভোটের পর যাই হোক রাজ্য়ে সংগঠনের যা অবস্থা তাতে এখন জেতা আসনে ঝুঁকি নেওয়ার কোনও মানেই হবে না। মধ্যপ্রদেশে অন্তত ৮টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে গুটি সাজিয়েছে কংগ্রেস।