
মুম্বই, ৫ মার্চ: বহুতলের লিফটের মধ্যে ৩ বছরের এক খুদেকে পেটাচ্ছে ৭-এর এক শিশু। মুম্বইয়ের (Mumbai) বিলাসবহুল একটি বহুতল থেকে এমন ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ওই বহুতলের যে লিফ্ট (Lift) রয়েছে, সেখানে বছর ৩-এর এক খুদে তার কেয়ারটেকারের সঙ্গে ওঠে। অন্যদিকে ৭ বছরের এক শিশু ওঠে তার মায়ের সঙ্গে। ৩ বছরের খুদে লিফ্টে উঠতেই তাকে ধাক্কা দিতে শুরু করে বছর ৭-এর পড়ুয়া। মায়ের সাহায্য নিয়ে ক্রমাগত ওই শিশু কেয়ারটেকারের সঙ্গে ওঠা খুদেকে মারধর শুরু করে।
এমনকী ছেলে যাতে বছর তিনের ওই শিশুকে মারে, তার জন্য নিজের সন্তানকে উসকানিও দিতে দেখা যায় সংশ্লিষ্ট মহিলাকে। ৩ বছরের শিশুর সঙ্গে যে কেয়ারটেকার ছিলেন, তিনি ক্রমাগত ওই মহিলা এবং তাঁর ছেলেকে বাধা দিত থাকেন। তা সত্ত্বেও কোনও কাজ হয়নি। ৩ বছরের খুদেকে ৭ বছরের ওই পড়ুয়া মারতেই থাকে মায়ের সাহায্য এবং উসকানিতে।
মুম্বইয়ের ব্যান্দ্রা কুরলা এক্সপ্রেসের একটি বিলাসবহুল বহুতলের লিফ্টে এমন ঘটনা ঘটে এবং যার ছবি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রকাশ্যে আসে।
যা দেখতেই ৩ বছরের শিশুর বাবা পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। জানা যায়, প্রিয়াঙ্কা গান্ধী নামে ওই মহিলা নিজের ছেলেকে উসকানি দেন ৩ বছরের শিশুকে মারধর করতে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।