দুমকা: ১৬ বছরের এক আদিবাসী কিশোরীকে (Tribal Minor girl) গণধর্ষণের (Gang rape) অভিযোগ উঠল ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকার (Dumka) মুফাসিল (Muffasil) এলাকায়। এই বিষয়ে একটি এফআইআর (FIR) দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে রবিবার জানিয়েছে।
এপ্রসঙ্গে দুমকার ডেপুটি পুলিশ সুপার বিজয় কুমার জানান, তিনজন অভিযুক্তকে এখনও পর্যন্ত শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করার জন্য পুলিশের একটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলেছে। পাশাপাশি নির্যাতিতা কিশোরীকে কাউন্সেলিংয়ের জন্য শিশু ওয়েলফেয়ার কমিটির সামনে হাজির করা হয়েছে।
বিজয় কুমার বলেন, "অভিযুক্তদের গ্রেফতার করার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা গ্রেফতার হওয়ার পরেই আমরা নিশ্চিতভাবে বলতে পারব যে অভিযুক্তরা নাবালক না সাবালক।"
পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর ২৫ তারিখ দুমকার মুফাসিল পুলিশ স্টেশন এলাকায় ওই গণধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। পরে বিষয়টি মিটমাটের চেষ্টা করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। কিন্তু, সেখানে মীমাংসা না হওয়া ক্লাস টেনের ছাত্রী ওই কিশোরীর পরিবার শনিবার থানায় অভিযোগ করে। আরও পড়ুন: Assam CM Attacks Chhattisgarh CM: 'ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কাণ্ড দেখে কাঁদছেন মা কামাখ্যা', ভিডিয়োতে শুনুন মহাদেব বেটিং অ্যাপ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য
Jharkhand: Minor alleges gangrape in Dumka; police register FIR
Read @ANI Story | https://t.co/uOserVtN5J#Dumka #Jharkhand #crime #ChildWelfareCommittee pic.twitter.com/x9C146p7kx
— ANI Digital (@ani_digital) November 5, 2023