Maha Shiv Ratri In India: মহাশিবরাত্রি উপলক্ষে সারা ভারত থেকে ভক্তদের ভিড় শিবমন্দিরে, দেশের বিভিন্ন প্রান্তের ছবি এক ক্লিকে (দেখুন ভিডিও)
শুক্রবার শিবরাত্রির তিথি শুরু রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ ৬.১৭ মিনিট পর্যন্ত ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই শিবরাত্রি। সারা দেশ জুড়েই, এই দিনে মা-বৌয়েরা সারাদিন উপোস থেকে, শিবের মাথায় জল ঢেলে পুজো দেন।
আজ ৮ মার্চ, দেশ জুড়ে পালিত হচ্ছে মহা শিবরাত্রি। শুক্রবার শিবরাত্রির তিথি শুরু রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ ৬.১৭ মিনিট পর্যন্ত ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই শিবরাত্রি। সারা দেশ জুড়েই, এই দিনে মা-বৌয়েরা সারাদিন উপোস থেকে, শিবের মাথায় জল ঢেলে পুজো দেন। মনে করা হয় এই দিনেই মা পার্বতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেব।
আজকের এই পুণতিথিতে দেশজুড়ে শিব ভক্তরা ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা শিব মন্দির ও শিব তীর্থগুলিতে। দেখুন সেই সব ছবি ও ভিডিও-
অন্ধপ্রদেশঃ-
জম্মু ও কাশ্মীরঃ-
উত্তরাখন্ড
মধ্যপ্রদেশঃ-
দিল্লি