প্রতীকী ছবি (Photo Credits: File Image)

রাঁচি, ২৯ জুনঃ কিশোরী প্রেমিকাকে নিয়ে রথের মেলায় গিয়েছিল নাবালক যুবক। কিন্তু মেলা থেকে দুজনের কেউই আর বাড়ি ফিরল না। রথের পরের দিনই উদ্ধার হল যুবকের দেহ। গলা কেটে প্রেমিকাকে খুন করে নিজে আত্মঘাতী (Suicide) হয়েছে সে। ঝাড়খণ্ডের (Jharkhand) ছত্রা জেলায় চাঞ্চল্যকর কাণ্ড। কিশোরীকে খুনের সময়ে সেটি ফোনে রেকর্ডও করে যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্টও করে সে।

আরও পড়ুনঃ হাইওয়েতে প্রেমে হাবুডুবু খাচ্ছেন যুগল, বাইকের তেলের ট্যাঙ্কির উপর শুয়ে তরুণী, হেলমেট ছাড়াই ছোটাচ্ছেন প্রেমিক, ভিডিও ভাইরাল

ছত্রা জেলার সেরেন্দাগ পুলিশ স্টেশন সীমানার অধীনে একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বছর ১৭-এর যুবকের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, প্রেমিক জয়নাথ এবং দুই বন্ধুর সঙ্গে ডান্ডু গ্রামের রথের মেলায় গিয়েছিল বছর ১৪-র কিশোরী। সন্ধ্যায় ফেরার পথে প্রেমিকার সঙ্গে বিবাধ বাধে জয়নাথের। সেই সময়ে বাকি দুই বন্ধুও চলে গিয়েছিল। দুজনের মধ্যে অশান্তি এতই বেড়ে যায় যে কিশোরীর উপর ছুরি দিয়ে হামলা করে যুবক। গলা কেটে খুন করে তাঁকে। খুনের সেই মুহূর্ত ফোনে রেকর্ডও করে সে। কিশোরীর চিৎকারে ছুটে আসেন কয়েকজন গ্রামবাসী। কিন্তু ততক্ষণে নিজের কাজ সেরে জঙ্গলের দিকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। খুনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জয়নাথ। এরপর গাছ থেকে নিজে ঝুলে আত্মঘাতী হয়।

পুলিশ আরও জানাচ্ছে, সম্প্রতি প্রেমিক জয়নাথের থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন ওই কিশোরী। যা নিয়ে দুজনের মধ্যে সেদিন বিরোধ বেধে থাকতে পারে। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় তাঁকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে যুবক। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।