Representational Image (Photo Credit: X)

মেট্রোর মধ্যে সুন্দরী মহিলাদের গোপনে ছবি, ভিডিয়ো তুলে্ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বিপাকে পড়লেন এক যুবক। বেঙ্গালোর মেট্রো চিকস নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হত। এই নিয়ে থানায় দায়ের হয় অভিযোগ। জানা যাচ্ছে, মহিলাদের অজান্তেই এমন কাজ করা হত। সম্প্রতি সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বেঙ্গালুরু (Bengaluru) পুলিশ। তারপরেই শুক্রবার গ্রেফতার করা হয় যুবককে। সেই সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়। এদিন পিনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বছর ২৭-এর যুবককে।

অফিস যাওয়ার পথে মহিলাদের ভিডিয়ো তুলতেন অভিযুক্ত

জানা যাচ্ছে, কর্ণাটকের হাভেরির বাসিন্দা দিগনাথ নামে অভিযুক্ত যুবক বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্ট বিভা্গে কর্মরত ছিলেন। পুলিশসূত্রে খবর, অফিস যাওয়ার পথেই গোপনে মহিলাদের অজান্তে তোলা হত ছবি ও ভিডিয়ো। এই ঘটনার তদন্তে নেমে জানা যায় তাঁর নাম ও পরিচয়। তারপরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। দিগনাথের বাড়িতে গিয়েও তাঁর খোঁজ না মেলায় লোকেশন ট্র্যাক করে অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্ত।

বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ইনস্টাগ্রামের মেইন অ্যাকাউন্টে কোনও কিছু না থাকলেও তাঁর ফেক অ্যাকাউন্টে ছিল অশালীন ছবি ও ভিডিয়ো। যেখানে ফলোয়ার্সের সংখ্যা ছিল ৫ হাজারের বেশি। অ্যাকাউন্টগুলি ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে বেঙ্গালুরু পুলিশের সাইবার বিভাগ।