লখনউ: গোমূত্র (Cow Urine) মানুষের পক্ষে বিপজ্জনক (dangerous) বলে দাবি করা হয়েছিল আগের গবেষণায়। কিন্তু, দীর্ঘ চার বছর ধরে গবেষণা (Research) চালানোর পর সেই দাবি খারিজ করে দিয়ে দেশীয় প্রজাতির গোরুর (Indian cow breeds) মূত্র মানুষের জন্য আর্শীবাদ (boon) বলে মন্তব্য করল ইন্ডিয়ান ভেটারিনারি রিসার্চ ইনস্টিটিউট (Indian Veterinary Research Institute)।
দীর্ঘদিন ধরে গোমূত্রে নিয়ে গবেষণায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি (Bareilly) অবস্থিত এই সংস্থার ৯ জন সদস্যের সিনিয়র বিজ্ঞানীদের (Senior scientists) একটি দল এটা লক্ষ্য করেছেন যে গোমূত্রের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকরেটিয়া (antibacterial) ও ছত্রাকরোধী (anti-fungal) বৈশিষ্ট্য রয়েছে এবং এই জিনিসটি মানুষের জন্য একটা আর্শীবাদ। এছাড়াও গোমূত্র পুরোপুরি ঔষুধি গুণে (Medicinal properties) সম্পন্ন। তাই মানুষের জন্য এটা বিপজ্জনক নয় বরং আর্শীবাদ।
এই গবেষণায় শাহিওয়াল (Sahiwal) ও থারপাকার (Tharparkar) নামে দুটি ভারতীয় প্রজাতির গোরুর ১৪টি মূত্র নমুনার সঙ্গে সংকর প্রজাতির (crossbreeds) গোরুর মূত্রের তুলনামূলক পরীক্ষা করা হয়। বছরের বিভিন্ন সময়ে এই নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল।
এপ্রসঙ্গে আইভিআরআই (IVRI)-এর ২০১৮ সালে তৈরি হওয়া ৯ সদস্যের গবেষণা কমিটির প্রধান রবিকান্ত আগরওয়াল বলেন, "তাজা গোমূত্র থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে হতে পারে এই সম্ভাবনা দূর করতে গোমূত্র ঘন রূপে এনে পরীক্ষা করা হয়েছিল।"
এই পরীক্ষায় দেখা গেছে, শাহিওয়াল ও থারপাকার প্রজাতির দেশীয় গোরুর মূত্রে সংকর প্রজাতির গোরুর তুলনায় অনেক বেশি ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্য রয়েছে। আরও পড়ুন: Rahul Gandhi: মোদীর জমকালো রোড শোয়ের মাঝে প্রচারের শেষবেলায় বেঙ্গালুরুতে ডেলিভারি বয়ের স্কুটারে চড়লেন রাহুল গান্ধী, দেখুন ভিডিয়ো
#CowUrine can be a boon for #humans: Indian Veterinary Research Institute (IVRI)
Read: https://t.co/BAD45BdzhU pic.twitter.com/4BjxzZkKDR
— IANS (@ians_india) May 7, 2023