Photo Credits: ANI

ইম্ফল: ভারতীয় এক সেনা জওয়ানকে (Indian Army soldier) অপহরণের (abducted) পর খুন করল (killed) তিনজন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী (unidentified miscreants)।

ঘটনাটি ঘটেছে হিংসা বিদ্ধস্ত মণিপুরের পশ্চিম ইম্ফলের (Imphal West) হ্যাপী ভ্যালির (Happy Valley) টারুঙ্গ (Tarung) এলাকায়। প্রতিরক্ষা মন্ত্রকের কোহিমা ও ইম্ফলে দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানান, সিপাই সেট্রো থাংথাং (Sep Serto Thangthang Kom) কম ডিএসসি প্ল্যাটুনে ছিলেন। মৃত্যুর সময় ছুটিতে ছিলেন তিনি। মণিপুরের লেমাখোংয়ে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আরও পড়ুন: PM Modi On Rabindranath Tagore: শান্তিনিকেতন ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পাওয়ায় গর্বিত প্রতিটি ভারতীয়, টুইট বার্তা মোদির