দিল্লি, ৩ অক্টোবর: এবার পাকিস্তানকে (Pakistan) কড়া হুমকি দিল ভারত (India)। সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী (Army Chief General Upendra Dwivedi ) বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদী বন্ধ করতে হবে। বিশ্বের মানচিত্রে যদি নিজেদের অবস্থান ধরে রাখতে চায় পাকিস্তান, তাহলে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করুক। না হলে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলা হবে।
উপেন্দ্র দ্বিবেদী (Army Chief) বলেন, পাকিস্তান যদি বিশ্ব মানচিত্রে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদে মদত গেওয়া বন্ধ করুক। না হলে, ভারত কারও পরোয়া করে না। সন্ত্রাসবাদে পাকিস্তান যদি মদত দেয়, তাহলে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে বলে স্পষ্ট জানান উপেন্দ্র দ্বিবেদী। রাজস্থানের অনুগড়ে সেনা শিবিরে বক্তৃতা দেওয়ার সময় ইসলামাবাদকে এভাবেই সতর্ক করেন উপেন্দ্র দ্বিবেদী। অপারেশন সিঁদূরের পর ভারত সম্পূর্ণ তৈরি। যে কোনও পরিস্থিতিতে ভারত পাকিস্তানকে উড়িয়ে দিতে পারে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সন্ত্রাসীদের পাশে দাঁড়ানো বন্ধ করুক বলে মন্তব্য করেন উপেন্দ্র দ্বিবেদী।
কী বললেন উপেন্দ্র দ্বিবেদী দেখুন...
VIDEO | Anupgarh, Rajasthan: Indian Army Chief General Upendra Dwivedi says, "This time we will not maintain the restraint that we did in Operation Sindoor 1.0... this time we will do something that Pakistan will have to think whether it wants to be in Geography or not. If… pic.twitter.com/YXoHUL7xKv
— Press Trust of India (@PTI_News) October 3, 2025
পাশাপাশি পাকিস্তান যদি নিজেদেরকে ধরে রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করুক বলে স্পষ্ট জানান সেনা প্রধান। সেই সঙ্গে সেনা বাহিনীর জওয়ানরা সবাই তৈরি থাকুন। ঈশ্বর চাইলে শত্রুদের ধ্বংস করার ক্ষনতা তাঁরাও পাবেন বলে জানান উপেন্দ্র দ্বিদেবী।