ICSE, CBSE 2020 Results Date: আইসিএসই ও সিবিএসইকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলপ্রকাশ করার নির্দেশ সুপ্রিমকোর্টের, জেনে নিন মূল্যায়ন পদ্ধতি

সিবিএসই ও আইসিএসই-র বাকি পরীক্ষা বাতিল করে ১৫ জুলাই ফলপ্রকাশ করার পক্ষে সায় দিল সুপ্রিম কোর্ট। করোনা ভাইরাস মহামারীর প্রকোপে স্থগিত ছিল সিবিএসই ও আইসিএসই-র কয়েকটি বিষয়ের পরীক্ষা। দীর্ঘ লকডাউনের পরও পরীক্ষা নেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছিল বোর্ড। বর্তমান করোনা পরিস্থিতির নিরিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই ফলপ্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

(Photo Credits: Pexels)

নতুন দিল্লি, ২৬ জুন: সিবিএসই (CBSE) ও আইসিএসই-র (ICSE) বাকি পরীক্ষা বাতিল করে ১৫ জুলাই ফলপ্রকাশ করার পক্ষে সায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। করোনা ভাইরাস মহামারীর প্রকোপে স্থগিত ছিল সিবিএসই ও আইসিএসই-র কয়েকটি বিষয়ের পরীক্ষা। দীর্ঘ লকডাউনের পরও পরীক্ষা নেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছিল বোর্ড। বর্তমান করোনা পরিস্থিতির নিরিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই ফলপ্রকাশের (Exam Result) নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

কিন্তু কীসের ভিত্তিতে হবে ফলপ্রকাশ? মূল্যায়নই বা হবে কীভাবে? নম্বর দেওয়ার ক্ষেত্রে মানা হবে কিছু  বিশেষ পদ্ধতি। গড় নম্বরে সন্তুষ্ট না হতে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। ৩টির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড়ে নম্বর দেওয়া হবে। বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে। ৩টির বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ টু গড়ে মিলবে নম্বর। অতএব বাকি বিষয়ের নম্বর মিলবে বেস্ট অফ টু গড়েই। একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। সেই সঙ্গে যোগ হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার গড় নম্বর। আরও পড়ুন, এক দিনে আক্রান্ত ১৭ হাজারেরও বেশি, শুক্রবার ভারতে করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ছুঁই ছুঁই

ICSE বোর্ডও CBSE-র পথেই হাঁটবে বলে আদালতে জানিয়েছে। তাদের আইনজীবী জয়দ্বীপ গুপ্তা জানান, 'CBSE-র অ্যাফিডেভিট দেখেছি। আমাদেরটাও প্রায় একই । তবে আমাদের গড় নম্বর দেওয়ার ফর্মুলা CBSE-র মতো নয়।' বৃহস্পতিবারও CBSE-র পদাঙ্ক অনুসরণ করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্স্যামিনেশন বা CISCE। তারা জানায়, এ বছরের মতো বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেনির ICSE ও ISC-র বাকি থাকা পরীক্ষাগুলি, যেগুলি জুলাই মাসে হওয়ার কথা ছিল, তা বাতিল করে দেওয়া হচ্ছে।