India To ban 54 Chinese Apps দেশের নিরাপত্তায় আঘাতের আশঙ্কা, ফের ৫৪টি চিনা অ্যাপ বাতিল করছে কেন্দ্র
TikTok logo (Photo Credits: IANS)

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: দেশের নিরাপত্তায় আঘাত করছে। সেই কারণে আরও ৫৪টি চিনা (China)  অ্যাপ নিষিদ্ধ করছে কেন্দ্রীয় সরকার (Modi Govt)।  সূত্রের তরফে মিলছে এমন খবর।  কেন্দ্রীয় সরকার এবার যে ৫৪টি চিনা অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে, তারমধ্যে কারা রয়েছে, সে বিষয়ে এখনও কোনএও সুস্পষ্ট ধারণা মেলেনি।  তবে আলিবাবা, নেটইস, সুইট সেলফি এইচডি, ইকুয়ালাইজার-এর মতো একাধিক চিনা অ্যাপকে কেন্দ্রীয় সরকার এবার নিষিদ্ধ করতে পারে বলে খবর।

 

রিপোর্টে প্রকাশ, কেন্দ্রের তথ্য বিদ্যুৎ এবং তথ্য সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যেই ওই ৫৪টি চিনা অ্যাপ (Chinese App) বাতিলের সিদ্ধান্ত নিয়ছে।  এবং সশ্লিষ্ট দফতরের তরফে এ বিষয়ে কাজও শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিকের কথায়, গুগল প্লে স্টোরের মাধ্যমে যাতে ওই ৫৪টি চিনা অ্যাপ আক কেউ ডাউনলোড করতে না পারে, সেই কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Ranveer Singh Kisses Deepika Padukone: 'গেহরায়িয়া' মুক্তির পর দীপিকার সঙ্গে গাঢ় চুম্বনে ডুব দিলেন রণবীর সিং

প্লে স্টোর থেকে ইতিমধ্যেই ওই ৫৪টি চিনা অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় সরকারের ওই আধিকারিকের তরফে।