প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বাড়িতে(House) একা পেয়ে নাবালিকাকে যৌন হেনস্থা। লজ্জায় গায়ে আগুন দিল নাবালিকা। শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে লখনউয়ের (Lucknow)মালিহাবাদ এলাকায়। অভিযুক্তের আম রাহুল। তাকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, মালিহাবাদ এলাকাতেই মা ও বাবার সঙ্গে থাকত ওই নাবালিকা। বাবা পেশায় গাড়ি চালক। জানা গিয়েছে, এদিন তাঁর বাবা অসুস্থ হওয়ায় তাঁকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন নির্যাতিতার মা। সেই সুযোগে বাড়িতে ঢুকে পরে প্রতিবেশী যুবক রাহুল। বয়স ২৩।এরপর নাবালিকাকে হেনস্থা করে সে। ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। এরপর নির্যাতিতার আর্তনাদে পাছে কেউ চলে আসেন সেই ভয়ে ঘটনাস্থল থেকে পালায় রাহুল।

নিজের বাড়িতে প্রতিবেশীর যৌন হেনস্থার শিকার নাবালিকা

পরে  লজ্জায়, অপমানে  গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে নাবালিকা। গায়ে আগুন দিয়ে দেয় সে। যন্ত্রণায় আর্তনাদ শুরু করে সে। আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে ছোটেন তাঁরাই। চিকিৎসকেরা জানিয়েছে, ৬০ শতাংশ পুড়ে গিয়েছে ওই নাবালিকা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

প্রতিবেশীর লালসার শিকার, লজ্জায়, অপমানে আত্মহত্যার চেষ্টা নাবালিকার