প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণের(Gang Rape) অভিযোগ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউতে(Lucknow)। গাড়ির পর হোটেলে(Hotel) নিয়ে গিয়ে অচেতন অবস্থায় তরুণীকে ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জ্ঞান ফিরলে তাঁকে নানাভাবে হুমকি পর্যন্ত দেওয়া হয়। জানা গিয়েছে, নির্যাতিতা কানপুরের(Kanpur) বাসিন্দা। সামাজিক মাধ্যম(Social Media) ইনস্টাগ্রাম(Instagram) থেকে ভিপিন সিং নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভিপিন তাঁকে একটি গানের ভিডিয়োর ফটোশুটের জন্য লখনউতে আসতে বলে। তার কথামতো গত বুধবার লখনউয়ের মাটিয়ারিতে পৌঁছন নির্যাতিতা। একটি স্করপিও গাড়ি নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল ভিপিন। এরপর দেবা রোডেরে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় অই তরুণীকে। সেখানে এক ব্যাক্তির সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেয় ভিপিন। সেই ব্যাক্তি নিজেকে ডিরেক্টর বলে পরিচয় দেয়। এরপর নির্যাতিতাকে নিয়ে তিনজনে মিলে গাড়িতে ওঠে। গাড়ি চলতে শুরু করলে তাঁর সঙ্গে অভাব্য আচরণ শুরু করে তিনজন। অভিযোগ গাড়ির মধ্যেই তাঁকে গণধর্ষণ করা হয়। তাঁকে অজ্ঞান করে দেওয়া হয়। অজ্ঞাত অবস্থায় হোটেলে নিয়ে গিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়। জ্ঞান ফিরতে ভিপিন তাঁকে চুপাচপ বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেয়। সেই সঙ্গে তাঁকে হুমকি দেওয়া হয়। বাড়ি ফিরেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে লখনউ থেকে ভিপিন সহ আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 চলন্ত গাড়িতে মডেলকে লাগাতার গণধর্ষণ