প্রতীকী ছবি

নয়াদিল্লিঃ কলকাতার(Kolkata) আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) কর্তব্যরত মহিলা চিকিৎসককে(Lady Doctor)ধর্ষণ(Rape) করে খুনের(Murder) ঘটনার প্রতিবাদে যখন পথে নেমেছে রাজ্যসহ গোটা দেশ, তখনও শিরোনামে উঠে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। এ বার গণধর্ষণের(Gang Rape) শিকার ১৫ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) ধরাশিবে। জানা গিয়েছে, শনিবার দুপুরে কিছু সামগ্রী নিতে একাই পাড়ার মুদি দোকানে যাচ্ছিল ওই নাবালিকা। পথে বিজয় ঘারগে(২৫) নামে এলাকারই এক যুবক তার বাড়িতে তাকে ডাকে। সেখানেই ছিল আরও তিনজন। এরপর চারজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে বিজয়ই তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হতে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের ধারায় মামলা রুজু হয়। ইতিমধ্যেই চার অভিযুক্তের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক মূল অভিযুক্ত বিজয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এরা প্রত্যেকেই ওই এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক।

নিজের পাড়াতেই গণধর্ষণের শিকার নাবালিকা