CCTV Footage (Photo Credits: X)

নয়াদিল্লিঃ বিশেষভাবে সক্ষম সন্তানের(Child) সেবা করতে ক্লান্ত, ১৭ বছরের মেয়েকে বিষ খাইয়ে খুন(Murder) মায়ের। দেহ লোপাটের চেষ্টা বিফল হওয়ায় গ্রেফতার মহিলা। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাওপাদা গ্রামে। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম স্নেহাল পাওয়ার। বয়স ৩৯। নিজের মা ও এক বন্ধুর সঙ্গে মিলে ১৭ বছরের কন্যাকে খুন করে সে। এরপর চাদরে মুড়ে মৃতদেহটি রাস্তার ধারে ফেলে আসার পরিকল্পনা করে তারা। কিন্তু তাতেই ধরা পড়ে যায় ওই তিনজন। রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় তাদের সমস্ত কীর্তি।

মেয়েকে বিষ খাইয়ে খুন মায়ের, গ্রেফতার মহিলা

অভিযুক্ত মা সহ বাকি দুই মহিলাকে গ্রেফতার করে নাওপাদা পুলিশ। স্নেহাল নামে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, জন্ম থেকেই অসুস্থ ছিল তার মেয়ে। নানারকম শারীরিক সমস্যা ছিল। মেয়ের সেবা করতে করতে হাঁপিয়ে উঠেছিল, তাই এই সিদ্ধান্ত বলে জানায় ওই মহিলা।

বিশেষভাবে সক্ষম মেয়েকে বিষ খাইয়ে খুন মায়ের