Excise Policy Case: তিহাড় জেলে গিয়ে কবিতাকে জেরা করতে পারবে সিবিআই, জানাল দিল্লি হাইকোর্ট

K Kavitha (Photo Credit: Twitter)

তিহাড় জেলে (Tihar Jail) গিয়ে কে কবিতাকে (K Kavitha) জেরা করতে পারে সিবিআই (CBI) । দিল্লি হাইকোর্টের তরফে শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে। আবগারী দুর্নীতি মামলায়  এবার বিআরএস নেত্রী কে কবিতাকে তিহাড় জেলে ঢুকে সিবিআই জেরা করতে পারবে বলে জানানো হয় আদালতের তরফে।

দেখুন ট্যুইট...