নয়াদিল্লিঃ গুজরাটে (Gujarat) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সুইফ্ট ডিজায়ারের সঙ্গে এসইউভির সংঘর্ষের জেরে খাদে পড়ল সুইফ্ট গাড়িটি। মৃত ৮ যাত্রী। মৃতদের মধ্যে ২ জন শিশু ও ৫ জন মহিলা ছিলেন বলে খবর। জানা গিয়েছে, রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ওয়াধওয়ান তালুকের দেদাদারা গ্রামের কাছে অবস্থিত জাতীয় সড়কে। একটি সুইফ্ট গাড়ির সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় সুইফ্টটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িটিতে। গাড়ির ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৮ জন যাত্রীর।
গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত ৩
অন্যদিকে আহত হন এসইউভিতে থাকা ৩ যাত্রী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। দুর্ঘটনার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই প্রথম উদ্ধারকার্যে হাত লাগান। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। এই ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে এই ঘটনায় সুরেন্দ্রনগরের ডিআইজি গিরিশ পান্ডিয়া জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এসইউভি গাড়িটি। আর ৮ জনের মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সুইফ্ট-এসইউভির সংঘর্ষের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮ যাত্রীর
Surendranagar Road Accident: 8 Killed After 2 Cars Collide on National Highway in Gujarat, Disturbing Video Surfaces #Surendranagar #Gujarat #RoadAccident
— LatestLY (@latestly) August 17, 2025
Read: https://t.co/06VvqxYqYB
— LatestLY (@latestly) August 17, 2025