CBSE Class 10th Results 2020: আগামিকাল CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ, কীভাবে দেখবেন জানুন বিস্তারিত
আগামীকাল সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশ পেতে চলেছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে এ কথা জানান। গতকাল দ্বাদশ শ্রেণির ফল বেরিয়েছে। কালই বেরিয়ে যাবে দশম শ্রেণির ফল। রেজাল্ট জানতে সরকারি ওয়েবসাইট cbse.nic.in বা cbseresults.nic.in-এ।
নতুন দিল্লি, ১৪ জুলাই: আগামিকাল সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশ (CBSE Class 10th Results 2020) পেতে চলেছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে এ কথা জানান। গতকাল দ্বাদশ শ্রেণির ফল বেরিয়েছে। কালই বেরিয়ে যাবে দশম শ্রেণির ফল। রেজাল্ট জানতে সরকারি ওয়েবসাইট cbse.nic.in বা cbseresults.nic.in-এ।
www.cbseresults.nic.in- সাইটে যেতে হবে। সেখানে সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (ক্লাস-XII) ২০২০ তে ক্লিক করতে হবে।
এরপর অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ইত্যাদি দিতে হবে। তারপরই দেখা যাবে নম্বর।
ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। এছাড়া ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশের দিন এই টেলিফোন নম্বরগুলি প্রকাশ করে এনআইসি।পাশাপাশি কয়েকটি অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা।
ডিজিলকার অ্যাপ- সিবিএসই-তে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে প্রাপ্ত নম্বর এসএমএস করা হয় এই অ্যাপে।
উমাঙ্গ অ্যাপ- অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডো বেসড স্মার্টফোনে এই অ্যাপ পাওয়া যাবে।
ডিজিরেজাল্টস অ্যাপ- ডিজিরেজাল্টস ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।