আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। (Photo Credits: PTI)

১৭ মে, ২০১৯: দিন ঘোষণার পর এবার কোন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে, তা জানাল মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার পর্ষদের পক্ষ থেকে ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়েছে।২১ মে, মঙ্গলবার প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিকের ফল(Madhyamik result)। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে পর্ষদ। ১০টা থেকে বিভিন্ন শিবিরের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবে। যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল:‌ www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.jagranjosh.com, www.newsnation.in‌।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসএমএসে ফল জানতে হলে পরীক্ষার্থীর রোল এবং মোবাইল নম্বর www.exametc.com‌— এই ওয়েবসাইটে আগে থেকে নথিভুক্ত করে রাখতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফল জানতে গুগ্‌ল প্লে স্টোর বা www.results.shiksha‌ থেকে 'Madhyamik Results 2019'‌ অ্যাপটি ডাউনলোড করতে হবে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Madhyamik Exam Results: মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা, কবে হবে ফলপ্রকাশ?

WBBSE Result Date 2024: এপ্রিল মাসের মধ্যেই বেরোবে মাধ্যমিকের ফলাফল! রেজাল্ট ডাউনলোড করুন এই wbresults.nic.in-এ

Madhyamik Result 2023: প্রকাশিত মাধ্যমিকের ফল, জেলার জয়কার এবারও, দেখে নিন তালিকা

WBBSE Madhyamik 10th Result 2023 Declared: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, অনলাইনে দেখুন রেজাল্ট

WBBSE Madhyamik Result 2023: মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে ১৯ মে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

WBCHSE HS Result 2022 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮

WB Madhyamik Result 2022: ৬৯৩ পেয়ে এবার মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূর্ব বর্মধানের রৌনক মণ্ডল

West Bengal Madhyamik Result 2022: আগামী কাল মাধ্যমিকের ফল ঘোষণা, রেজাল্ট জানতে লগ ইন করুন wbbse.wb.gov.in