WBBSE Madhyamik result 2019:২১ তারিখ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, জেনে নিন কোথায় জানা যাবে ফলাফল

দিন ঘোষণার পর এবার কোন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে, তা জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। (Photo Credits: PTI)

১৭ মে, ২০১৯: দিন ঘোষণার পর এবার কোন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে, তা জানাল মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার পর্ষদের পক্ষ থেকে ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়েছে।২১ মে, মঙ্গলবার প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিকের ফল(Madhyamik result)। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে পর্ষদ। ১০টা থেকে বিভিন্ন শিবিরের মাধ্যমে স্কুলগুলিকে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা হবে। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবে। যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল:‌ www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.jagranjosh.com, www.newsnation.in‌।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসএমএসে ফল জানতে হলে পরীক্ষার্থীর রোল এবং মোবাইল নম্বর www.exametc.com‌— এই ওয়েবসাইটে আগে থেকে নথিভুক্ত করে রাখতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফল জানতে গুগ্‌ল প্লে স্টোর বা www.results.shiksha‌ থেকে 'Madhyamik Results 2019'‌ অ্যাপটি ডাউনলোড করতে হবে।