Madhyamik Exam Results: মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা, কবে হবে ফলপ্রকাশ?

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। তাঁর কম সময়েই প্রকাশ পাবে ফল।

West bengal Board of Secondary Education

ছাত্রছাত্রীদের স্বস্তি দিয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন জানাল মধ্যশিক্ষা পর্যদ। আগামী ২ মে  পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। ৮০ দিনের মাথায় এই ফল প্রকাশিত হচ্ছে বলে পর্ষদ সূত্রে জানান হয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে  ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে ৮ মে। উল্লেখ্য উচ্চ মাধ্যমিক ১৬ই ফেব্রুয়ারি শুরু হয়ে চলেছিল ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।৬৯ দিনের মাথায় এর ফলাফল প্রকাশিত হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক ৩ মার্চ।