GATE 2020 Result Declared: ফল প্রকাশ হয়েছে 'গেট' পরীক্ষার, কীভাবে অনলাইনে ফলাফল জানবেন?
গেট-র (GATE 2020) রেজাল্ট প্রকাশ করল আইআইটি দিল্লি (IIT Delhi)। করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে আইআইটি দিল্লি তার যাবতীয় কার্যক্রম স্থগিত রেখেছে। তাই এবার দ্রুত ফল প্রকাশ হবে বলে আশা করা হয়েচিল। যে প্রার্থীরা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এবং ফেব্রুয়ারি,১, ২, ৮ ও ৯ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁরা GOAPS বা আইআইটি দিল্লির অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি অ্যাক্টিভেট হওয়ার পর ফলাফল দেখতে পারেন।
গেট-র (GATE 2020) রেজাল্ট প্রকাশ করল আইআইটি দিল্লি (IIT Delhi)। করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে আইআইটি দিল্লি তার যাবতীয় কার্যক্রম স্থগিত রেখেছে। তাই এবার দ্রুত ফল প্রকাশ হবে বলে আশা করা হয়েচিল। যে প্রার্থীরা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এবং ফেব্রুয়ারি,১, ২, ৮ ও ৯ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁরা GOAPS বা আইআইটি দিল্লির অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি অ্যাক্টিভেট হওয়ার পর ফলাফল দেখতে পারেন।
চলতি বছরে মোট ১ লাখ ৩০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের বিশদ তালিকা শীঘ্রই এই পৃষ্ঠায় পাওয়া যাবে।
কীভাবে ফলাফল দেখবেন:
- প্রথমে আইআইটি দিল্লির গেট-র ওয়েবসাইটে যান। ওয়েবসাইটি হল-gate.iitd.ac.in
- একবার ঘোষিত হয়ে গেলে, GATE ফলাফল 2020 লিঙ্কটি অ্যাক্টিভেট হবে
- লিঙ্কের উপর ক্লিক করুন, জরুরি ক্রেডেনশিয়াল দিন
- আপনার ফলাফল কম্পিউটারের স্ক্রিনে আসবে
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য রেজাল্ট ডাউনলোড করুন এবং প্রিন্ট করে নিন