CBSE 12th Result 2020 Declared: অনলাইনে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, দেখে নিন ওয়েবসাইট cbseresults.nic.in

অবশেষে ১৩ জুলাই সোমবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করল সিবিএসই (CBSE)। দেশে করোনা সংকটের মধ্যে যেসব পড়ুয়া দ্বাদশ শ্রেণির ফলাপ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁর অবশ্যই নোট করে নিন সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটের ঠিকান। এখানেই cbse.nic.in ও cbseresults.nic.in –এ মিলবে দ্বাদশ শ্রণির বোর্ড পরীক্ষার ফলাফল। তবে শুধু সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটেই নয়, থার্ডপার্টি ওয়েবসাইট examresults.net-এও মিলবে ২০২০-র সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। এই প্রতিবেদনেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা কীভাবে বোর্ড পরীক্ষার ফলাফল জানবেন তার বিশদ বিবরণ পেয়ে যাবেন। কীভাবে অনলাইনে তাঁর নিজেদের পরীক্ষার মোট নম্বর জানবেন, তা-ওএখানে বলে দেওয়া আছে।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

অবশেষে ১৩ জুলাই সোমবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করল সিবিএসই (CBSE)। দেশে করোনা সংকটের মধ্যে যেসব পড়ুয়া দ্বাদশ শ্রেণির ফলাপ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁর অবশ্যই নোট করে নিন সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটের ঠিকান। এখানেই cbse.nic.in  ও cbseresults.nic.in –এ মিলবে দ্বাদশ শ্রণির বোর্ড পরীক্ষার ফলাফল। তবে শুধু সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটেই নয়, থার্ডপার্টি ওয়েবসাইট examresults.net-এও মিলবে ২০২০-র সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। এই প্রতিবেদনেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা কীভাবে বোর্ড পরীক্ষার ফলাফল জানবেন তার বিশদ বিবরণ পেয়ে যাবেন। কীভাবে অনলাইনে তাঁর নিজেদের পরীক্ষার মোট নম্বর জানবেন, তা-ওএখানে বলে দেওয়া আছে।

উল্লেখ্য, ২০২০ সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ৮৮.৭৮ শতাংশ। মহামারী করোনাভাইরাসের সংক্রমণের জেরে চলতি বছেরে দেশের শিক্ষামূলক সূচি পুরোপুরি ধোঁয়াশায় রয়েছে। সংক্রমণের ভয়াবহতা দেখে বহু বোর্ড পরীক্ষা পিছিয়ে গিয়েছে, বাতিল হয়েছে। স্থগিত হয়েছে। সেকারণেই ফলাফল ঘোষণাও অনেকটাই দেরিতে হল। একইভাবে সিবিএসই বোর্ডকেও দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। দশম শ্রেণির বোর্ড পরীক্ষার যে বিষয়গুলি বাকি ছিল, তা ১-১৫ জুলাইয়ের মধ্যে হওয়ার কথা হয়। পরে তা বাতিলও হয়ে যায়। তবে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষায় বসার বিকল্প সুয়োগ দেওয়া হয়েছিল। সিবিএসই বোর্ড পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ণ শুরু হয় মে মাসে। মধ্য জুলাই ফল প্রকাশের জন্য নির্দিষ্ট হওয়ার পর বাড়িতে থেকেই উত্তরপত্রের মূল্যায়ণের নির্দেশ দেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

আজ বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করল। পড়ুয়ারা নিজে উল্লেখিত স্তরগুলি অনুসরণ করে  ২০২০-র সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল জানতে পারবে।

কীভাবে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল জানবেন?