Sex/Representational Image (Photo Credit: Pexels)

দিল্লি, ৩ জুলাই: গোপনাঙ্গে (Woman Inserts Moisturiser Bottle) ক্রিমের বোতল ঢুকিয়ে দিলেন এক মহিলা। নিজের শারীরিক শান্তি এবং স্ফূর্তির জন্য নিজের গোপনাঙ্গে (Private Part) ক্রিমের বোতল প্রবেশ করিয়ে দেন এক মহিলা। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে দিল্লিতে। ওই মহিলা এরপর দিল্লির (Delhi Woman) হাসপাতালে গিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হন। দিল্লির হাসপাতালের চিকিৎসকরা ওই মহিলার (Woman) গোপনাঙ্গ থেকে ক্রিমের বোতল বের করে আনেন। তবে কোনও ধরনের অস্ত্রোপচার ছাড়াই। অস্ত্রোপচার না করেই ওই মহিলার গোপণাঙ্গ থেকে ক্রিমের বোতল বের করেন চিকিৎসকরা।

২৭ বছরের ওই তরুণী চিকিৎসকদের জানান, যৌনতা উপভোগ করতে গিয়ে ওই কীর্তি করে ফেলেন তিনি। এর বাইরে আর কোনও ইচ্ছে তাঁর ছিল না। নিতান্ত আগ্রহের বশেই গোপনাঙ্গে ক্রিমের বোতল তিনি ঢুকিয়ে ফেলেন বলে জানান ওই মহিলা। যা থেকে ঘটে যায় চরম বিপত্তি। গোপনাঙ্গে আটকে যায় ওই বোতল। কোনওভাবে যখন তিনি গোপণাঙ্গ থেকে ক্রিমের বোতল বের করতে পারেননি, তখন চিকিৎসকদের শরণাপন্ন হন।

জানা যায়, গোপনাঙ্গে ক্রিমের বোতল ঢোকানোর পর থেকেই পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। এরপর ২ দিন ধরে তিনি মল ত্যাগ করতেও পারছিলেন না। ফেল পেটে অসম্ভব ব্যাথা, যন্ত্রণা  নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন তিনি। এরপর চিকিৎসকরা কোনও ধরনের অস্ত্রোপচার ছাড়াই  গোপনাঙ্গ থেকে ক্রিমের বোতল তিনি বের করেন।

প্রসঙ্গত এর আগেও ওই তরুণী পরপর ২ দিন যৌনতা উপভোগ করতে গোপনাঙ্গে ক্রিমের বোতল ঢুকিয়ে ফেলেন বলে চিকিৎসকদের জানান। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।