Video: ২০ টাকায় স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কথা বলতেই চটলেন বিহারের IAS, দেখুন
Bihar Video (Photo Credit: Twitter)

নীতীশ কুমার (Nitish Kumar) সরকারের আইএএস যখন পড়ুয়াদের সামনে বসে প্রশ্ন, উত্তর দেন, তখন বিতর্কিত মন্তব্য করে বসেন। নীতীশ কুমারের মহিলা আইএএস অফিসার হজরত কৌর বলেন, সরকারের কাছ থেকে বিনামূল্যে সবকিছু নিতে নিতে অভ্যেস হয়ে পড়েছে। স্যানিটারি ন্যাপকিন থেকে জিনস, সরকার সবকিছুই যদি বিনামূল্যে দেয়, তাহলে দিনের পর দিন ধরে সেই চাহিদা বেড়ে যাবে। এই চাহিদার কোথায় শেষ বলে পড়ুয়াদের পালটা প্রশ্ন করেন নীতীশ কুমার আইএএস অফিসার। দেখুন ভিডিয়ো...