দিল্লি, ১৪ অগাস্ট: এক নাগাড়ে বৃষ্টি (Delhi Heavy Rain) এবং হাওয়া যে কতটা ভয়াবহতা ডেকে আনতে পারে মানুষের জীবনে, তা এই ভিডিয়ো না দেখলে বিশ্বাস হবে না আপনার। এক নাগাড়ে বৃষ্টির জেরে দিল্লির কালকাজি এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। দিল্লিতে যখন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সেই সময় দমকা হাওয়ায় কালকাজি এলাকায় মৃত্যু হল এক বাইক আরোহীর। এমনই একটি ভয়াবহ ভিডিয়ো ভাইরাল হল।
যে ভিডিয়োতে দেখা যায়, কালকাজি এবাকা থেকে বাইক নিয়ে যখন এক ব্যক্তি যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে একটি বিশালাকৃতির গাছ ভেঙে পড়ে। আর ওই গাছের নীচে হঠাৎ চাপা পড়ে যান এক বাইক আরোহী (Biker Crushed To Death)।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে গাছের নীচে চাপা পড়ে পিষে যান ওই বাইক আরোহী...
विचलित दृश्य..
पेड़ गिरने से बाइक सवार की दब कर मौत.
कार को भी नुकसान.
बारिश के बाद दिल्ली के कालकाजी में हादसा.@SandhyaTimes4u @NBTDilli pic.twitter.com/3Cuo8bnPrV
— सूरज सिंह/Suraj Singh 🇮🇳 (@SurajSolanki) August 14, 2025
হঠাৎ করেই ওই বিশালাকৃতির গাছ ওই বাইক আরোহীর গায়ে পড়ে যায়। ওই গাছটি কার্যত পিষে দেয় ওই বাইক আরোহীকে।
গাছের নীচে চাপা পড়ে একেবারে পিষে যান ওই ব্যক্তি। যাঁকে কোনওভাবে সেখানকার মানুষজন গাছের নীচ থেকে বের করে নিয়ে আসতে পারছিলেন না। ফলে স্থানীয়রা পুলিশ এবং উদ্ধারকারী দলকে খবর দেন। এরপর উদ্ধারকারী দলের সদস্যরা হাজির হয়ে ওই গাছটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন।
তবে যে ভিডিয়ো এবং ছবি কালকাজি এলাকা থেকে উঠে আসে, তা দেখে মানুষ শিউরে উঠতে শুরু করেন।