BJP: দিলীপ-রবীদের সূর্যাস্ত, লোকসভার আগে জাতীয় সংগঠন ঢেলে সাজাল বিজেপি, পদ্ম শিবিরে এখন ১৩ জন সহ সভাপতি-৯ সচিব হিসেবে কারা

লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপির বড় পদ থেকে বাদ পড়লেন তারকা নেতা-সাংসদরা। বিজেপির নতুন করে গঠন করা দলের সর্বভারতীয় পদে ১৩ জন সহ সভাপতি ও ৯ জন সাধারণ সচিবকে নিযুক্ত করা হল।

Photo Credits: FB

বাংলার দিলীপ ঘোষ থেকে কর্ণাটকের সিটি রবি। বিহারের রাধা মোহন সিং থেকে অসমের দিলীপ সাকারিয়া। লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপির বড় পদ থেকে বাদ পড়লেন তারকা নেতা-সাংসদরা। বিজেপির নতুন করে গঠন করা দলের সর্বভারতীয় পদে ১৩ জন সহ সভাপতি ও ৯ জন সাধারণ সচিবকে নিযুক্ত করা হল। দলের জাতীয় স্তরের সংগঠন ঢেলে সাজালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির ১৩ জন সভাপতি ও ৯ জন সধারণ সচিবের তালিকায় বাংলা থেকে একমাত্র আছেন অনুপম হাজরা। অনুপমকে সর্বভারতীয় সাধারণ সচিবের দায়িত্ব দেওয়া হল। দিলীপ ঘোষ বাদ পড়ায় সর্ববারতীয় বিজেপিতে সহ সভাপতি পদে আর কোনও বাঙলার নেতারা থাকলেন না। আরও পড়ুন-বাংলার পর দিলীপ ঘোষের দিল্লির পদও কাড়লেন শাহ-নাড্ডারা, এবার কোন পথে মেদিনীপুরের সাংসদ

অরুণ সিং থেকে কৈলাস বিজয়বর্গী, দুষ্মন্ত গৌতম, সুনূল বনসলরা দলের সর্বভারতীয় সাধারণ সচিব পদে থেকে গেলেন।

বিএল সন্তোষকে সংগঠনের ইনচার্জ করা হল। সময় নষ্ট না করে এখন থেকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভার আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গনা-এই চার রাজ্যের বিধানসভা নিয়ে ছক সাজাচ্ছে বিজেপির নতুন করে ঢেলে সাজানো সংগঠন। ক দিন আগেই তেলঙ্গনার রাজ্য সভাপতি পদ থেকে অপরাসিত হওয়ার পর বান্দি সঞ্জয় কুমারকে দলের সাধারণ সচিব পদে আনা হল। তেলঙ্গনার বিজেপির দায়িত্ব ক দিন আগে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি-কে।

বিজেপির সর্বভারতীয় স্তরে বড় পদে জায়গা পেলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তারিক মনসুর। পাশমন্ড মুসলিমদের ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে তারিখ মনসুরকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করা হল। কর্ণাটক বিধানসভায় ভরাডুবির জন্য সহ সভাপতি পদ থেকে বাদ পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী সিটি রবি। অসমের দিকে আরও মনসোংযোগ করার জন্য দলের সর্বভারতীয় সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হল অসমের সাংসদ দিলীপ সাকারিয়াকে।



@endif