ফাইল ফটো

ভোপাল: দলিত পরিবারের (Dalit Family) বিয়ের অনুষ্ঠানে (wedding function) গিয়ে বন্দুক (gun) নিয়ে হুমকি (threatening) দিয়েছিল। গালিগালাজ (abusive language) করেছিল অকথ্য ভাষাতে। এর জেরে গ্রেফতার হল বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীর (Bageshwar Dham's Dhirendra Shastri) ভাই শালিগ্রাম গর্গ (Shaligram Garg) ও তার এক সঙ্গী রাজারাম তিওয়ারি (Rajaram Tiwari)। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তরপুর (Chhatarpur district) জেলার গধা গ্রামে (Gadha village) একটি দলিত পরিবারের বিয়েতে গিয়ে বন্দুক নিয়ে হুমকি দেয় শালিগ্রাম গর্গ ও তার সঙ্গী। গালিগালাজও করে। এর জেরে হওয়া অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাদের গ্রেফতার (arrest) করা হয়। আরও পড়ুন: Kerala: এক মহিলা চিকিৎসককে চাকরির লোভ দেখিয়ে ক্রমাগত ধর্ষণ হাসপাতালের পুরুষ কর্মীর, অবশেষে গ্রেফতার অভিযুক্ত