নয়াদিল্লিঃ খেলার ছলে ৩ বছরের শিশুকে ধর্ষণের(Rape) চেষ্টার অভিযোগে আটক ১৫ বছরের নাবালক(Minor Boy)। ঘটনাটি ঘটেছে অসমের(Assam)করিমগঞ্জ (Karimganj )জেলায়। জানা যায়, নির্যাতিতা শিশুর সঙ্গে খেলতে এসেছিল অভিযুক্ত নাবালক। ১৫ মিনিটের জন্য তাদের একসঙ্গে রেখে পাশের দোকানে যান শিশুটির মা। ফিরে এসে দেখেন মেয়েকে উলঙ্গ করার চেষ্টা করছে বছর ১৫র নাবালক। সে নিজেও উলঙ্গ অবস্থায় রয়েছে। এরপর চেঁচামেচি শুরু করলে পালানোর চেষ্টা করে ধৃত নাবালক। পালাতে গেলে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে সে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় শিশুকন্যার পরিবার। নাবালকের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত নাবালক হওয়ায় মামলাটি জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হবে বলে জানিয়েছেন করিমগঞ্জের এসপি পার্থপ্রতীম দাস। তাঁর কথায় "সে এতটাই ছোট যে তার সঙ্গে আসলে কী ঘটনা ঘটেছে তা জানানো সম্ভব নয়। তাই আমরা নির্যাতিতা শিশুর পরিবারের বয়ান রেকর্ড করেছি। তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে নাবালক হওয়ায় মামলাটি জুভেনাইল জাস্টিস বোর্ডের অধীনে রয়েছে।"
খেলার ছলে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
Teen Detained For Attempting To Rape 3-Year-Old Girl In Assam https://t.co/H2zJsKdkky
— NDTV (@ndtv) September 3, 2024