Air India (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৩ জানুয়ারি: মহিলা সহযাত্রীর গায়ে তিনি প্রস্রাব করেননি। যে মহিলা সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, তা তিনি নিজেই করেছেন। তিনি কারওগায়ে মূত্রত্যাগ (Pee Gate Incident) করেননি। বেশিরভাগ কত্থক নৃত্যশিল্পীরা যে সমস্যায় ভোগেন, সেই সমস্যায় ভুগেই ওই মহিলা বিমানের মধ্যে মূত্রত্যাগ করে ফেলেছেন। দিল্লি আদালতে এমনই দাবি করলেন এয়ার ইন্ডিয়ায় মূত্রত্যাগকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র।

আরও পড়ুন: Another Man Pees On Female Passenger: এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিস বিমানে মহিলার গায়ে মূত্রত্যাগ মত্ত যাত্রীর, শোরগোল

প্রসঙ্গত নিউ ইয়র্ক-দিল্লি  (NewYork-Delhi) বিমানে দেশে ফেরার সময় বিসনেজ ক্লাসে এক মহিলা সহযাত্রীর গায়ে তিনি মূত্রত্য়াগ করেছেন বলে অভিযোগ এওঠে শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। মত্ত শঙ্কর মিশ্র মহিলা সহযাত্রীর গায়ে বিমানে মূত্রত্যাগ করেছেন বলে অভিযোগ করা হয়। যা নিয়ে শোরগোল শুরু হলে, শঙ্কর মিশ্রর বিরুদ্ধে এফআইআর করেন অভিযোগকারিনী। এমনকী শঙ্কর মিশ্রর বিরুদ্ধে টাটা গ্রুপের প্রধানের কাছেও চিঠি লিখে অভিযোগ করেন ওই মহিলা।