AAP Leader Satyendar Jain: অবস্থার অবনতি! LNJP হাসপাতালের ICU ওয়ার্ডে ভর্তি আপ নেতা সতেন্দ্র জৈন
Photo Credits: ANI

নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে আচমকা মাথা ঘুরে (Tihar jail) তিহার জেলের বাথরুমে (bathroom of Tihar jail) পড়ে গেছিলেন দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সতেন্দ্র জৈন (AAP leader Satyendar Jain)। এরপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে (Deen Dayal Upadhyay Hospital)।

পরে আরও উন্নত চিকিৎসা পরিষেবার জন্য তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে দিল্লির (Delhi) এলএনজেপি হাসপাতালের (LNJP hospital) আইসিইউ (ICU) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে (admitted )। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে (oxygen support) রাখা হয়েছে বলে জানা আপ সূত্রে জানা গেছে। আরও পড়ুন: Ashwath Narayan On Siddaramaiah: সিদ্দারামাইয়া ও টিপু সুলতানের নামে বিতর্কিত মন্তব্যের জেরে FIR, ভিডিয়োতে শুনুন কর্নাটকের বিজেপি বিধায়কের সাফাই!