Bhagalpur: পটনার পর এবার ভাগলপুরে প্রকাশ্যে এলইডি-তে চলল পর্ন ভিডিয়ো, লজ্জায় মুখ ঢাকল শহর

মাস খানেক আগে পটনা জংশন স্টেশনে টিভি স্ক্রিনে পর্ন সিনেমা চলা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।

Porn film Kept Running In Patna (Photo Credit: Twitter)

ভাগলপুর, ১৮ এপ্রিল: মাস খানেক আগে পটনা জংশন স্টেশনে টিভি স্ক্রিনে পর্ন সিনেমা চলা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। পটনা পর্ন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই একই রকম ঘটনা বিহারের ভাগলপুরে।

ভাগলপুরে জনসচেতনার জন্য বসানো এলডি পর্দায় ফুটে উঠল পর্ন সিনেমার ক্লিপ। বড় পর্দায় সবার সামনে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকল নীল ছবি। শোরগোল পড়তেই তড়িঘড়ি বন্ধ করা হয় সেই পর্ন ভিডিয়ো। আরও পড়ুন-Patna স্টেশনের টিভিতে চলল অশ্লীল ভিডিয়ো

দেখুন টুইট

স্থানীয় স্টেশন হাউস অফিসার জওহর প্রসাদ যাদব জানান, যে বা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এফআইআর দায়ের করা হয়েছে।



@endif