সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রকাশ্যে আততায়ীদের হানা। সকলের সামনে এক ব্যাক্তিকে ছুরিকাঘাত (Stabbed)। ঘটনাস্থলেই মৃত্যু ব্যক্তির। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মানিক্যানহালিতে। সকালে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন নিহত ব্যক্তি। পাশে বসেছিলেন বেশ কয়েকজন লোক। নিজেদের মধ্যে কথা বলছিলেন তাঁরা। আচমকাই বাইকে চেপে ওই দোকানে আসে এক ব্যক্তি। পরনে হলুদ শার্ট। সঙ্গে ছিলেন আর এক জন। এরপর ওই ব্যক্তিকে আক্রমণ করে তাঁরা। তাঁকে বাঁচাতে গেলে ছুরির ভয় দেখানো হয় অন্যান্যদের। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

চায়ের দোকানে খুন, ভাইরাল হাড়হিম করা ভিডিয়ো

সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আতিতায়ীরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। যদিও এখনও মৃত ব্যক্তিকে সনাক্ত করা যায়নি। মনে করা হচ্ছে ওই এলাকারই স্থানীয় তিনি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই আক্রমণ তা এখনও স্পষ্ট ণয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন।

 চায়ের দোকানে আততায়ী হানা, ব্যক্তিকে কুপিয়ে খুন, ভাইরাল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ