Arun Jaitley Stadium (Photo Credit: @PRIYA7N/ X)

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে। পাকিস্তান গতকাল জম্মু-কাশ্মীর, রাজস্থান সহ একাধিক জায়গায় ড্রোন ও মিসাইল দিয়ে হামলা করেছিল। যদিও সমস্ত হামলাই ভারত প্রতিহত করেছে। এই অবস্থায় শুক্রবার দিল্লিতে হামলা করার আগে থেকেই আভাস ছিল। এরমধ্যেই দিল্লি পুলিশে্র কাছে অরুন জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) বোমাতঙ্কের মেইল আসলো। জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে আচমকাই হুমকি এল। হুমকি আসার পর থেকে তল্লাশি অভিযানে নেমে পড়ে দিল্লি পুলিশ।

স্টেডিয়াম চত্বরে কড়া নজরদারি

জানা যাচ্ছে, মেইল আসার পর গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই স্টেডিয়াম চত্বরে চলছে তল্লাশি অভিযান। সন্দেহজনক কোনও বস্তু রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি। এমনকী এয়ার ডিফেন্স সিস্টেমও সচল রাখা হয়েছে।

পাকিস্তানের নজরে ভারতের স্টে়ডিয়াম

প্রসঙ্গত, গতকাল পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। যারমধ্যে করাচিতে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে। এমনকী রাওয়ালপিণ্ডিতে একটি স্টেডিয়ামেও বোমা হামলা হয়েছিল। সেই কারণে পিএসএল ম্যাচও বাতিল হয়ে যায়। যে কারণে এবার পাকিস্তানের নজরে ভারতের এই জনপ্রিয় স্টে়ডিয়াম।