নয়াদিল্লিঃ অসুস্থ তরুণীকে অজ্ঞান করে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল হাসপাতালের (Hospital) এক কর্মীর বিরুদ্ধে। হাসপাতালের মধ্যেই ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করিমনগর জেলার একটি বেসরকারি হাসপাতালেকরিমনগর জেলার একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ভাইরাল জ্বর নিয়ে কয়েকদিন আগে ওই হাসপাতালে ভর্তি হন নির্যাতিতা। হাসপাতালের কেবিনে ভর্তি ছিলেন তিনি। অভিযোগ, সেখানেই তাঁর উপর শারীরিক নির্যাতন চালায় দীক্ষিত নামে এক যুবক। ওই হাসপাতালেরই কর্মী অভিযুক্ত এই দীক্ষিত। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। রোগীর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। খতিয়ে দেখা হয় হাসপাতালের সিসিটিভি ফুটেজ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় করিমনগর জেলার পুলিশ কমিশনার ঘাউস আলম বলেন, “হাসপাতালের যে ঘরে নির্যাতিতা তরুণীর উপর নির্যাতন চালানো হয় সেটি ‘সিল’ করে দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।”
হাসপাতালে ধর্ষণের শিকার অসুস্থ তরুণী
VIDEO | Telangana: A shocking incident came to light in Karimnagar where a compounder allegedly attempted to rape a young woman admitted to a private hospital for viral fever.
According to police, the accused, identified as compounder Deekshith of Deepika Hospital, administered… pic.twitter.com/rO4bGewTla
— Press Trust of India (@PTI_News) September 8, 2025