নয়াদিল্লিঃ এ বার চেন্নাই(Chennai)। গণধর্ষণের(Gang Rape) শিকার একাদশ শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের থালাম্বুর(Thalambur) এলাকায়। বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে নাবালিকাকে ধর্ষণ করে তিনজন ব্যাক্তি। তাদের মধ্যে দু'জন নাবালকও রয়েছে। ইতিমধ্যেই তাদের গ্রেফতার(Arrest) করেছে পুলিশ(Police)। জানা গিয়েছে, রোজ স্কুলের পর টিউশনে যেত নির্যাতিতা। প্রতিদিন সন্ধ্যা ৭ টার মধ্যে বাড়িও ফিরত সে। তবে সেদিন ৯ টা পার করে যাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোক। তার বন্ধুদের বাড়িতেও খোঁজ করা হয়। এরপর রাত ১০ টা নাগাদ একাই বাড়ি ফেরে ওই নাবালিকা। জামাকাপড় ছেঁড়া অবস্থায় কোনওরকমে বাড়িতে ফেরে সে। সারা গায়ে ভর্তি ক্ষত। এরপরই গোটা ঘটনাটি খুলে বলে সে। জানা যায়, টিউশন থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় তিন ব্যাক্তি। তাকে ধর্ষণ করে তারা। জ্ঞান হারায় নির্যাতিতা। এরপর রাতের দিকে জ্ঞান ফিরতে পায়ে হেঁটেই বাড়ি ফেরে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে দু'জন নাবালক হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
A Class XI girl was abducted, gagged and gang-raped by three people including two juveniles near Thalambur
Know more🔗https://t.co/FkPd6zZ1h6 #TamilNadu pic.twitter.com/OpinqAlWxh
— The Times Of India (@timesofindia) September 22, 2024