No Fly List: বিমান সফরে নিষেধাজ্ঞার তালিকায় ১৪৯ জন, নো ফ্লাই লিস্ট নিয়ে জানাল রাজ্যসভা

'নো ফ্লাই লিস্ট'বা বিমান সফরে নিষেষাজ্ঞার তালিকায় ১৪৯ জনকে রাখা হয়েছে। বিভিন্ন বিমানসংস্থার অভ্যন্তরিন কমিটির সুপারিশের পর এমনটা করা হয়েছে বলে রাজ্যসভা জানায়।

Plane (File Photo)

'নো ফ্লাই লিস্ট'বা বিমান সফরে নিষেষাজ্ঞার তালিকায় ১৪৯ জনকে রাখা হয়েছে। বিভিন্ন বিমানসংস্থার অভ্যন্তরিন কমিটির সুপারিশের পর এমনটা করা হয়েছে বলে রাজ্যসভা জানায়। গত তিন বছর ধরে বিভিন্ন বিমান সংস্থার রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে 'No Fly List'। যাত্রী সুরক্ষায় হুমকি দেওয়া থেকে অসভ্যতা সহ বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের কারণে এই তালিকা তৈরি করা হয়। আরও পড়ুন-এলাহাবাদ আদালত চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ

দেখুন টুইট

 



@endif