Bipasha Basu, Mrunal Thakur (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ অগাস্ট: বর্তমানে ম্রুনাল ঠাকুরকে (Mrunal Thakur) নিয়ে উত্তাল পেজ থ্রি। 'সন অফ সর্দার টু' যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, সেই সময় ম্রুনালকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেই সঙ্গে রয়েছে ম্রুনালের সঙ্গে ধনুষের সম্পর্কের গুঞ্জন। শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা ধনুষের (Dhanush) সঙ্গে নাকি ডেট করছেন ম্রুনাল। এই দুটি কারণে যখন ম্রুনালকে নিয়ে জোর চর্চা চলছে, সেই সময় অভিনেত্রীর একটি পুরনো ভিডিয়ো প্রকাশ্যে এল।

যে ভিডিয়োতে বিপাশা বসুকে (Bipasha Basu) কটাক্ষ করতে দেখা যায় ম্রুনালকে। ওই সময় ম্রুনালের পা বলিউডে পড়েনি। তিনি জনপ্রিয় ধারাবাহিক 'কুমকুম ভাগ্যতে' অইভিনয় করতেন। কুমকুম ভাগ্য করার সময় সহঅভিনেতা অরিজিৎ তানেজার সঙ্গে একটি সাক্ষাৎকারে হাজির হন ম্রুনাল ঠাকুর।

ঠিক কী বলেছিলেন ম্রুনাল ঠাকুর ওই সময় 

সাক্ষাৎকারে হাজির হয়ে ম্রুনাল ঠাকুর ক্যামেরার সামনে কার্যত কটূক্তি করেন।

ম্রুনাল বলেন, কোনও নায়িকার যদি পুরুষালি চেহারা থাকে, তাহলে কি তাঁকে কেউ বিয়ে করতে চান?

এরপরই বিপাশা বসুর প্রসঙ্গ তোলেন ম্রুনাল ঠাকুর।

ম্রুনাল বলেন, তিনি বিপাশার চেয়ে অনেক ভাল।

শুধু তাই নয়, সহঅভিনেতা অরিজিৎ তানেজার উপর ওই সময় রাগও দেখান ম্রুনাল ঠাকুর।

অভিনেত্রী বলেন, 'যাও এবার গিয়ে বিপাশা বসুকে বিয়ে করো।'

ম্রুনাল ঠাকুরের শেষ কথা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কেউ কখনও অন্যকে নীচু দেখিয়ে বড় হতে পারে না বলে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষে ভরে যায় ম্রুনালের প্রসঙ্গ উঠলে।

আরও পড়ুন: Dhanush-Mrunal Thakur: রজনীকান্ত-কন্যার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুনাল ঠাকুরের সঙ্গে সম্পর্কে জড়ালেন ধনুষ? দেখুন হাত ধরে গল্প করার ভিডিয়ো

শুনুন ম্রুনাল ঠাকুরের সেই পুরনো বক্তব্য...

 

 

View this post on Instagram

 

সেই সঙ্গে ম্রুনাল ঠাকুরের সেই পুরনো ভিডিয়োও হু হু করে ভাইরাল হতে শুরু করে।