Shruti Das: কুশের 'রাঙা বউ' এখন স্বর্ণেন্দুর 'মিসেস', বিয়ে সারলেন অভিনেত্রী শ্রুতি দাস

শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেম দীর্ঘদিনের। নিজেদের প্রেম কাহিনী নিয়ে বরাবরই ভীষণ খোলামেলা দুজনেই। প্রেমের একধাপ এগিয়ে আইনি বিয়ে সেরেছেন তাঁরা।

Shruti Das got Married (Photo Credits: Instagram)

খুশির হাওয়া টলি পাড়ায়। একেবারে গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী শ্রুতি দাস এবং প্রেমিক স্বর্ণেন্দু। রবিবার আইনি বিয়ে সেরেছেন তাঁরা। রেজিস্ট্রির পর চলল কেক কাটার পর্ব। শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেম দীর্ঘদিনের। নিজেদের প্রেম কাহিনী নিয়ে বরাবরই ভীষণ খোলামেলা দুজনেই। তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে অপরের সঙ্গে ছবিতে ভরিয়ে রেখেছেন তাঁরা। অবশেষ প্রেমের একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক তথা প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার। আইনি নিয়ে সারলেন পর্দার 'রাঙা বউ'। লাল গোলাপে মোড়া একটি কেকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার উপর লেখা রয়েছে 'শ্রুতি এবং স্বর্ণেন্দু'।

দেখুন নায়িকার শেয়ার করা ছবি...

 

View this post on Instagram

 

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

অভিনেত্রীর শেয়ার করা কেকের উপরে বসানো হয়েছে 'জাস্ট ম্যারেড' এর একটি ট্যাগ। দূরে দেখা যাচ্ছে বর-বউয়ে বসার সিংহাসন। শ্রুতি এবং স্বর্ণেন্দুর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্তকুল।



@endif