ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ৮ জুলাই: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে পহেলগাঁওয়ে। বান্ধবী দামিনী ঘোষকে নিয়ে সেখানে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু। পহেলগাঁও থেকেই বান্ধবীর সঙ্গে ছবি শেয়ার করছেন অভিমন্যু চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন অভিনেত্রীর ছেলে। যা দেখে নেটিজেনদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে।

দেখুন...

 

View this post on Instagram

 

কখনও দামিনী ঘোষের সঙ্গে রাজস্থানে গিয়ে ছবি শেয়ার করতে দেখা যায় অভিমন্যুকে। আবার কখনও নিজেদের মতো করে নিজস্বী শেয়ার করেন তাঁরা। কোনও ধরনের সমালোচনাকে পাত্তা না দিয়েই যে অভিমন্যু নিজের জগৎ নিয়ে দিব্যি রয়েছেন, তা তাঁদের ছবি থেকেই স্পষ্ট।

আরও পড়ুন:  Meet PM Modi’s 'Youngest Team’: নিশিথ ৩৫-এর, মোদীর মন্ত্রিসভার 'ইয়ংগেস্ট টিমে' শান্তনু, বার্লাও

এদিকে রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী বর্তমানে অভিরূপ নাগ নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। যদিও শ্রাবন্তীকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি এখনও।