Geetashree Roy - Prabir Das: ফুটবলারের সঙ্গে অভিনেত্রীর প্রেম? ছবি ঘিরে জল্পনা
Geetashree Roy, Prabir Das (Photo Credit: Intagram)

কলকাতা, ২০ এপ্রিল: বলিউড, ২২ গজের প্রেম নয়। এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy) কি ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) সঙ্গে ডেট করছেন? এমনই গুঞ্জন ছড়াতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রবীর দাস এবং গীতশ্রী  রায়ের সোশ্যাল হ্যান্ডেল খুললে দেখতে পাবেন, তাঁর একের অপরের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করছেন। দুজনের চোখে মুখে লেগে রয়েছে আলতো হাসি। প্রবীর দাস এবং গীতশ্রী রায়ের এই ছবি দেখেই শুরু হয়ে যায় জোর গুঞ্জন।

গীতশ্রীর সঙ্গে প্রবীর দাস সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে বহু প্রশ্ন উঠে আসতে শুরু করে। তবে এই প্রথমনয়, এর আগেও প্রবীর দাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে গীতশ্রীর সঙ্গে সময় কাটানোর একাধিক ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়। এলার তাঁদের সম্পর্কের গুঞ্জনে ঘৃতাহুতি দিল প্রবীর এবং গীতশ্রীর নয়া ছবি।

 

 

View this post on Instagram