Tina Datta: নীল সমুদ্রের মাঝে দোলনায় দোল খাচ্ছেন বিগ বস তারকা টিনা দত্ত, দেখুন
বিগ বস তারকা টিনা দত্ত বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। বাঙালি কন্যা টিনা (Tina Datta) তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন।
মুম্বই: বিগ বস তারকা টিনা দত্ত বর্তমানে মালদ্বীপে (Maldives) ছুটি কাটাচ্ছেন। বাঙালি কন্যা টিনা (Tina Datta) তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ফটোগুলিতে টিভি তারকাকে নীল সমুদ্রের মাঝে একটি দোলনায় বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে টিনা লিখেছেন, 'সমুদ্রের সঙ্গে চিরন্তন প্রেমের গল্প, জলের অসীম গভীরতা এবং সব কিছু নীল।'
দেখুন
টিনা দত্ত বাংলায় বেশ কিছু কাজ করেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় বিভিন্ন ধারাবাহিক ও ছবিতে তাঁকে দেখা গিয়েছে। বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ।