মুম্বই, ২৮ জুলাই: সঞ্জয় কাপুরের (Sunjay Kapur Death) যে সম্পত্তি, সেখান থেকে কোনও দাবি করেননি করিশ্মা কাপুর (Karisma Kapoor)। শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তিনি যে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন, সেখানে কোনও দাবিদাওয়া করিশ্মা করেননি। অভিনেত্রী শুধুমাত্র নিজের সন্তানদের নিয়ে চিন্তিত। তিনি তাঁর প্রয়াত স্বামীর সম্পত্তি নিয়ে কোনও দাবি জানাননি। কাপুর পরিবারের বিভিন্ন সূত্রের তরফে এমনই খবর মিলছে।
সঞ্জয় কাপুরের মৃত্যু
গত ১২ জুন মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কাপুরের। লন্ডনের এক গলফের কোর্টে মৌমাছি ঢুকে যায় সঞ্জয় কাপুরের মুখে। এরপর মৌমাছি সোজা চলে যায় সঞ্জয় কাপুরের বুকে। সেখানে ধমনী ছিঁড়ে যায়। তার জেরেই হৃদ যন্ত্র বিকল হয়ে সঞ্জয় কাপুরের মৃত্যু হয় বলে জানা যায়। সঞ্জয়ের মৃত্যুর পর দুই ছেলে মেয়েকে নিয়ে দিল্লিতে উড়ে যান করিশ্মা। সেখান সমস্ত ক্রিয়াকর্ম সেরে তারপর মুম্বইতে ফেরেন করিশ্মা।
সঞ্জয় কাপুরের মৃত্যু এবং পারিবারিক নাটক
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর মা রানি কাপুরকে (Rani Kapur) দিয়ে সোনা কমস্টারের কাগজপত্রে জোর করে স্বাক্ষর করানো হয় বলে অভিযোগ ওঠে। রানি কাপুরের আইনজীবীর তরফে এই অভিযোগ করা হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। যদিও রানি কাপুর সোনা কমস্টারের কোনও শেয়ার হোল্ডার নন। তাঁকে দিয়ে কোনও কাগজপত্র স্বাক্ষরও করানো হয়নি জোর করে। এমনই পালটা দাবি করা হয় সোনা কমস্টারের তরফে। প্রসঙ্গত সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভের (Priya Sachdev Kapur) বিরুদ্ধে রানি কাপুর অভিযোগের ইঙ্গিত করেন বলে খবর মেলে।
করিশ্মা কাপুরকে নিয়ে মিথ্যে খবর
সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে যখন জলঘোলা শুরু হয়েছে, সেই সময় করিশ্মা নাকি সেখান থেকে এক শতাংশ সম্পত্তি দাবি করেছেন। এমন খবর ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে এবার কাপুর পরিবারের তরফে মুখ খোলা হল। কাপুর পরিবার ঘনিষ্ঠ সূত্রের স্পষ্ট দাবি, প্রয়াত সঞ্জয় কাপুরের সম্পত্তি থেকে করিশ্মা কোনও দাবি করেননি। তিনি শুধুমাত্র তাঁর সন্তানদের নিয়ে ভাবিত, অন্যকিছু নিয়ে নয়।